সরকার দাবি মেনে নেয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা

জবি প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:৩০ পিএম
সরকার দাবি মেনে নেয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার দফা দাবি সরকার মেনে নেওয়ায় চলমান আন্দোলনের সমাপ্তি এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার রাত ৮টায় ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।

তিনি বলেন, “আমাদের প্রত্যেকটি দাবি আদায় হয়েছে। বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে এবং ভবিষ্যতের বাজেটেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সরকার আশ্বাস দিয়েছে। অর্থ মন্ত্রণালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে চার দফা দাবি সরকার মেনে নিয়েছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।”

ড. রইছ উদ্দীন আরও জানান, তিন দফা দাবির মধ্যে অস্থায়ী আবাসন সমস্যার সমাধানে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাজেট বৃদ্ধির বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে।

আন্দোলন প্রত্যাহার করে তিনি বলেন, “আমাদের দাবি পূরণ হওয়ায় আমরা আজ থেকে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি।”

ইএইচ