নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যবিপ্রবি কর্মকর্তা বরখাস্ত

যবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৬:৫৯ পিএম
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যবিপ্রবি কর্মকর্তা বরখাস্ত

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী শাহেদ রেজাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. শিমুল ইসলাম লিখিতভাবে শাহেদ রেজার বিরুদ্ধে পরিবহন দপ্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

অভিযোগে বলা হয়, শাহেদ রেজা বিশ্ববিদ্যালয়ের বাসে অবৈধভাবে যাত্রী তুলে ভাড়া আদায়, রিজেন্ট বোর্ড থেকে নির্ধারিত জরিমানাসহ মুচলেকা প্রদান না করা, বিল-ভাউচারে স্বচ্ছতা না রাখা, ভাউচার প্রদর্শন না করেই বিল গ্রহণ, পরিবহনের জ্বালানি চুরির সঙ্গে জড়িত থাকা এবং যন্ত্রাংশ অকেজো না হওয়া সত্ত্বেও সেগুলো নষ্ট দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ একাধিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ্য, এ সকল অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইএইচ