পাঁচ বছর পর দেখা হলো তাদের

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০২:০৫ পিএম
পাঁচ বছর পর দেখা হলো তাদের

‘চ্যানেল আই সেরা কণ্ঠ’র সর্বশেষ আয়োজন হয়েছিল ২০১৭ সালে। এরই মধ্যে কদিন আগে ঘোষণা হয়— ২০২৩ সালে পাঁচ বছর পর ৭মবারের মতো শুরু হতে যাচ্ছে সেরা কণ্ঠ প্রতিযোগিতা। এতদিন ২০১৭-এর সেরা কণ্ঠ যারা, তারা সবার কাছ থেকে এটাই শুনে আসছিলেন যে, তারাই সর্বশেষ ব্যাচ। আর তাই নতুনদের স্বাগত জানাতে সর্বশেষ ব্যাচও প্রস্তুত।

২০১৭-এর পর চ্যাম্পিয়ন থেকে শুরু করে যারা শীর্ষ দশে ছিলেন, তাদের সবার একত্রিত হয়ে গল্প, আড্ডা দেবার সুযোগ হয়ে ওঠেনি। দীর্ঘ পাঁচ বছর পর সাংবাদিক অভি মঈনুদ্দীনেরই উদ্যোগে ফ্যাশন হাউস ‘ম্যাকয়’-এর প্রতিষ্ঠাতা, সিইও, ফ্যাশন ডিজাইনার মেসবাহ-উল-আলম সাজুর পৃষ্ঠপোষকতায় গত ৭ ডিসেম্বর তারা রাজধানীর গুলশানের বেঙ্গল-ব্লুবেরি রেস্তোরাঁয় এক প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। যেহেতু ডিসেম্বর মাস স্টেজ শো’র মাস। তারপরও সবাই যার যার ব্যস্ত সময় থেকে সময় বের করেই এই আড্ডায় অংশ নিয়েছিলেন।

অভি মঈনুদ্দীনের নির্দেশনায় সেরাকণ্ঠ ২০১৭-এর চ্যাম্পিয়ন (যুগ্মভাবে) সুমনার সমন্বয়ে শিল্পীরা একত্রিত হয়েছিলেন। সেদিন শীর্ষ দশের যারা উপস্থিত হয়েছিলেন, তারা হচ্ছেন সুমনা, তৃষা, নান্নু, তরিক মৃধা, আপেল, তিন্নি, মৌমিতা, আদিবা। দীর্ঘ পাঁচ বছর পর সবাই একটি আয়োজনে একত্রিত হয়ে যেন ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। সবার চোখে-মুখে এই উচ্ছ্বাসের প্রকাশ যেন বারবার তাদের অভিব্যক্তির মধ্যদিয়ে প্রকাশিত হচ্ছিল। যেন এমন একটি দিনের জন্য ছিল তাদের দীর্ঘ অপেক্ষা।

যারা ২০২৩ সালের সেরা কণ্ঠতে অংশ নিতে যাচ্ছেন, তাদের জন্য শুভকামনা জানিয়ে নান্নু বলেন, নতুন যারা আসবে তাদের বলব— ‘সংগীত সাধনার বিষয়, এর বিকল্প নেই।’

তারিক মৃধা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়ক, সেরা গায়িকা ক্যাটেগরি রাখা হয়। আমার দাবি থাকবে যেন সেরাকণ্ঠতে যেন চ্যাম্পিয়নে পুরুষ-নারী উভয়কেই রাখা হয়।’ মৌমিতা বলেন, ‘প্রত্যেক প্রতিযোগীকে টেনশন ফ্রি থেকে অংশগ্রহণ করতে হবে।’

তিন্নি বলেন, ‘আত্মবশ্বাস থাকলে প্রতিটি ধাপই সফলভাবে পার হওয়া সম্ভব।’ আপেল বলেন, ‘প্রতিযোগিতায় সব ধরনের গান গাইবার প্রস্তুতি থাকতে হবে এবং ভবিষ্যতে ভালো করার ক্ষেত্রে দৃঢ়প্রত্যয়ী হতে হবে।’

তৃষা বলেন, ‘২০২৩-এর সেরাকণ্ঠে অংশগ্রহণকারীদের সৌভাগ্য যে, তারা প্রধান বিচারক হিসেবে রুনা ম্যাম, বন্যা ম্যাম, সামিনা ম্যামকে পাচ্ছেন।’

আদিবা বলেন, ‘বিনয়ী হতে হবে অনেক, আর স্বপ্ন থাকতে হবে অনেক বড়।’ ২০১৭-এর চ্যাম্পিয়ন সুমনা বলেন, ‘আমাদের সময় মৌলিক গানের পর্ব ছিল না। এবার যেন মৌলিক গানের পর্বটা রাখা হয়।’

ম্যাকয়ের প্রতিষ্ঠাতা সাজু বলেন, ‘এমন একটি আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমার প্রতিষ্ঠান গর্বিত, আনন্দিত।’ এ সময় সাজুর প্রতিষ্ঠানের সৌজন্যে শিল্পীদের উপহারও দেয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সেরাকণ্ঠ’র প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।