তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন বলিউড অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোট লিখে তার লাখ লাখ ভক্ত-অনুগামীকে সাহায্যের জন্য এগিয়ে আসার এ আহ্বান জানিয়েছেন তিনি।
এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের আরেক আলোচিত আইটেম গার্ল ও অভিনেত্রী সানি লিওন। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন তিনি।
ভিডিওতে সানি লিওন বলেন, ‘ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াবে আমার কসমেটিকস ব্র্যান্ড স্টার স্ট্রাক। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি যত বিক্রি করবে, তার ১০ শতাংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করব। আমরা একসঙ্গে নতুনভাবে সবকিছু গড়ে তুলতে পারি এবং স্বপ্ন দেখাতে পারি। ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে চাইলে আপনিও হাত বাড়াতে পারেন।’
সানি লিওনের এমন মানবিক আহ্বানে সাড়া দিচ্ছেন অনেকেই। ভারতীয় ভক্ত-অনুরাগীরাও অভিনেত্রীর প্রশংসা করে তুরস্ক-সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।
এদিকে তুরস্ক-সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ৪০ হাজার ৬৪২ জন। আর সিরিয়ায় মারা গেছেন পাঁচ হাজার ৮০০ জন। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা সহযোগিতার হাত বাড়িয়েছে।
সিরিয়ার বিধ্বস্ত শহর আলেপ্পোতে জাতিসংঘের সহায়তা ইউনিটের প্রধান মার্টিন গ্রিফিথ বলেন, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। এখন আশ্রয় ও খাবার সরবরাহে জোর দেয়া হচ্ছে।
ভূমিকম্পকবলিত এলাকার তাপমাত্রা বর্তমানে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, যা উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে।
দেশটির ব্যবসায়ী সংগঠন তুর্কি এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস কনফেডারেশন জানায়, মারাত্মক ভূমিকম্পে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৪ বিলিয়ন ডলার।