তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। অভিনয় ক্যারিয়ার খুব দীর্ঘ নয়, তবে অল্প সময়েই একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন তিনি।
গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাঁর অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয়।
সিএমভি'র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এটি দেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে উঠে আসে। নাটকটিতে নিহার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
ইমরোশ শাওনের পরিচালনায় নির্মিত এ নাটকটি ইতোমধ্যে ১ কোটির বেশি বার দেখা হয়েছে।
ঈদের আরেক আলোচিত নাটক ‘ঘ্রাণ’-এও প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিহা। মাশরিকুল আলমের পরিচালনায় নাটকটি মুক্তি পেয়েছে ১০ জুন ‘ধূপছায়া এন্টারটেনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে। মুক্তির মাত্র দুই দিনের মাথায় নাটকটি ৩০ লাখ ভিউ ছাড়িয়ে যায়। ঈদের নাটকের মধ্যে এটি চতুর্থ অবস্থানে থাকলেও, সার্বিক ইউটিউব কনটেন্টের ট্রেন্ডিং তালিকায় নাটকটির অবস্থান এখন অষ্টম।
‘ঘ্রাণ’ নাটকে নিহার সহশিল্পী ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।
অভিনয়ে সাফল্য প্রসঙ্গে নিহা বলেন, “ঈদে আমার অভিনীত ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ অনেক দর্শক দেখেছেন, ভালো লেগেছে। আমি খুব কম কাজ করি, তারপরও দর্শক আমার নাটক দেখেন—এটা আমার জন্য আশীর্বাদ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নিহার।
ইএইচ