ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২০৪৭ জন।
শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫০৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৫ হাজার ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯১ হাজার ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৫ হাজার ৭৮৩ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৭৫৭ জন। ঢাকায় ৮৮ হাজার ২৩৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৫২০ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৫৮ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
আরএস