বিশ্বের সবচেয়ে বড় ‘সন্ত্রাসী সংগঠন’ রাশিয়া: জেলেনস্কি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০১:৪০ পিএম
বিশ্বের সবচেয়ে বড় ‘সন্ত্রাসী সংগঠন’ রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় ‘সন্ত্রাসী সংগঠন’। 

সোমবার (২৭ জুন) রাতে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনবহুল শপিংমলে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর এ মন্তব্য করেন তিনি। মূলত শপিংমলের মতো জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা ও এর জেরে হওয়া হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলেনস্কি।

ক্রেমেনচুকের ওই শপিংমলে সোমবার রাশিয়ার চালানো হামলায় ১৬ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

রাশিয়ার হামলার জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের ক্রেমেনচুকের ওই শপিংমলে রাশিয়ার হামলা ‘ইউরোপীয় ইতিহাসে সবচেয়ে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলার একটি’। 

তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ উন্মাদ সন্ত্রাসীরা, যাদের পৃথিবীতে কোনো স্থান থাকা উচিত নয়; তারাই এমন একটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে।’

তার ভাষায়, আক্রমণটি ‘অলক্ষ্যে’ চালানো হয়নি; বরং তা ছিল ‘পরিকল্পিত আঘাত’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মূলত গত শুক্রবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিতে এ ধরনের একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান রাষ্ট্র বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এটিই সত্য ও বাস্তবতা, এটিকে আইনিভাবেও বৈধতা দিতে হবে।’

আমারসংবাদ/এবি