যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০১:৫৭ পিএম
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ তাকে আটক করতে গিয়ে এ হামলার শিকার হন তারা। হামলার অভিযোগে ৪৯ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তিতে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যান পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন তিনি। তার বাড়িটি ছিল নির্জন জায়গায়।

জানা যায়, বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স। হামলায় কে৯ ড্রাগো নামে একটি কুকুর মারা গেছে।

আহত তিন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরুরি বিভাগের এক কর্মকর্তাও আহত হন। 

৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টর্জকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে নেওয়া হয়েছে।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট শুক্রবার বিকেলে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ‘পুরোপুরি নরকের’ মুখোমুখি হন তারা। কোনো সুযোগই ছিল না।

 

আমারসংবাদ/টি এইচ