যোগাযোগ রাখলেও তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৯:৪৫ পিএম
যোগাযোগ রাখলেও তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ রাখলেও ঐ সরকারকে স্বীকৃতি দেয়নি। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্টের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কৌমি।

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কামেজি কৌমি আরও বলেছেন, আফগানিস্তানের জনগণের কল্যাণের কথা চিন্তা করে ইরান বর্তমানে তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ ও লেনদেন করছে। কিন্তু অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত না হওয়া পর্যন্ত কোনো সরকার স্বীকৃতি পাবে না।

আফগানিস্তান বিষয়ক ইরানি প্রতিনিধি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর পলায়নের এক বছর পার হয়ে গেছে। আমেরিকা সেখানে নিশ্চিতভাবে পরাজিত হয়েছে, কিন্তু তারা দূর থেকে তাদের স্বার্থ ও লক্ষ্য হাসিলের চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনারা সরে গেলেও সেখানে তাদের গুপ্তচর ও অনুচরেরা সক্রিয় রয়েছে।

আফগানিস্তান ইস্যুতে পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক চোরাচালানরোধ ও সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়গুলো ইরানের কাছে সবচেয়ে বেশি গরুত্ব পায় বলে জানান হাসান কাজেমি কৌমি। সূত্র: পার্সটুডে

এবি