যুক্তরাষ্ট্রে ফের গুলি, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২, ১১:৩৪ এএম
যুক্তরাষ্ট্রে ফের গুলি, নিহত অন্তত ৭

যুক্তরাষ্ট্রে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন।

সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ও টেক্সাসে এই পৃথক দুই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ডেট্রয়েটে গুলিবিদ্ধ হয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। অপরদিকে টেক্সাসে বাড়ি-ঘরে আগুন

ধরিয়ে দেয়ার পর পলায়নরত মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন।

ডয়চে ভেলে জানিয়েছে, ডেট্রয়েটের হামলাকারীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। সেখানকার পুলিশ প্রধান জেমস হোয়াইট মিডিয়াকে বলেছেন, ভোরবেলায় গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ পাওয়া গেছে। মোট চারজনকে গুলি করেছিল আততায়ী। তার মধ্যে তিনজন মারা গেছেন। চতুর্থজন বন্দুকধারীকে দেখতে পেয়েছিলেন। সে গাড়ির জানালার কাচ নামিয়ে গুলি চালাচ্ছিল।

তাকে থামতে বলায় বন্দুকধারী চতুর্থজনের উপর একবার গুলি চালিয়ে পালায়। পুলিশ এখন বন্দুকধারীর খোঁজ করছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ছবি প্রকাশ করা হয়েছে। কেউ তাকে চিনতে পারলেই যেন পুলিশে ফোন করে জানান। হোয়াইট বলেছেন, বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়েছে। যে তিনজন মারা গেছেন, তাদের মধ্যে একজন বাসের জন্য অপেক্ষা করছিলেন, একজন কুকুর নিয়ে হাঁটছিলেন এবং অন্য একজন রাস্তায় ছিলেন। পুলিশ ও তার সহযোগী সংস্থা চারপাশে ছড়িয়ে গেছে। তারা বন্দুকধারীকে ধরার চেষ্টা করছে।

এদিকে রাজধানী ওয়াশিংটনেও একটি গুলির ঘটনা ঘটেছে। সেখানে একজন এনএফএল প্লেয়ারকে গুলি করা হয়। তবে তার অবস্থা এখন ভালো বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। ওই প্লেয়ারের নাম ব্রায়ান রবিনসন জুনিয়র। গুলি লাগার পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।


ইএফ