‘বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ১১:০০ এএম
‘বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে’

পাকিস্তানের জলবায়ুবিষয়কমন্ত্রী শেরি রেহমান জানিয়েছেন, ঐতিহাসিক বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। বিধ্বংসী আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং ফসল ভেসে গেছে। পুরো পাকিস্তানজুড়ে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

শেরি রেহমান বলেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সরে যাওয়ার মতো কোনো খালি জায়গা নেই। এ অবস্থাকে ‘অকল্পনীয় পর্যায়ের সংকট’ বলে অভিহিত করেছেন তিনি।

কর্মকর্তাদের মতে, জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৩৬ জন মারা গেছে।

এ বছর এক দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এ জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে সরকার।

শেরি রেহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। আমাদের অতীতের প্রতিটি সীমা কিংবা প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। আমরা আগে এমন কিছু দেখিনি।

সোমবার কর্মকর্তারা জানান, বন্যায় শুধু গত ২৪ ঘণ্টায় ৭৫ জন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, নিহতদের এক-তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি। ৩ কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি, প্রতি সাতজনের মধ্যে একজন ঐতিহাসিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। সূত্র : বিবিসি

এবি