কানাডায় ছুরিকাঘাত: এক সন্দেহভাজনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ১১:২৩ এএম
কানাডায় ছুরিকাঘাত: এক সন্দেহভাজনের লাশ উদ্ধার

কানাডার সাচকাচুয়ান প্রদেশে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারী, ডেমিয়েন স্যান্ডারসনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার ভাই, আরেক সন্দেহভাজন মাইলস স্যান্ডারসন এখনো পলাতক রয়েছেন।

রবিবার কানাডার সাচকাচুয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ডেমিয়েন ও মাইলস স্যান্ডারসন নামের ৩০ ও ৩১ বছর বয়সী দুই ভাইকে হামলাকারী হিসেবে শনাক্ত করে। হামলার পর তারা একটি গাড়িতে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর সোমবার জানান, হামলাকারীরা কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদের ওপর এলোমেলোভাবে হামলা চালানো হয়েছে। কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা বলতে পারেননি তিনি। সূত্র: বিবিসি

এবি