মার্কিন কংগ্রেসে বক্তব্য দেবেন জেলেনস্কি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৭:১৮ পিএম
মার্কিন কংগ্রেসে বক্তব্য দেবেন জেলেনস্কি

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর দেশের বাইরে যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন ওয়াশিংটনে পৌঁছে প্রথমে হোয়াইট হাউসে যাবেন জেলেনস্কি। এর পর কংগ্রেস ভবনে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

এদিকে ইতোমধ্যে এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। টুইটবার্তায় তিনি লিখেছেন, ‍‍`ইতোমধ্যে আমি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের বেশ কয়েকটি বিষয় নিয়ে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হবে।‍‍` 
 
এদিকে ইউক্রেনের এই সফর নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। রাশিয়ায় ইউক্রেনের হামলার প্রায় ৩০০ দিন পেরিয়ে গেছে। এখনো সমাধানের পথ খুঁজে পায়নি কেউ।  সূত্র: দ্য গার্ডিয়ান

এবি