ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০১:৪৮ পিএম
ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

ইউক্রেন আক্রমণকারী রাশিয়ান বাহিনীর কমান্ডার পদ থেকে সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন থেকে এ পদে নেতৃত্ব দিবেন রাশিয়ান চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক হামলার তদারকিতে ছিলেন নতুন দায়িত্বপ্রাপ্ত গেরাসিমভ।

মস্কো থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত এই যুদ্ধে কমান্ডার সুরোভিকিনকে মাত্র তিন মাস আগে দায়িত্ব দেয়া হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে একের পর এক পরাজয়ের মুখে পড়ে রুশবাহিনী।

২০১২ সাল থেকে শীর্ষ পদে রয়েছেন জেনারেল গেরাসিমভ। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের রুশ চিফ অব জেনারেল স্টাফদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

সিরিয়ায় রুশ অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমাবর্ষণসহ আগের যুদ্ধগুলোর কৌশলের জন্য ‘জেনারেল আর্মাগেডন’ নামে অভিহিত জেনারেল সুরোভিকিন এখন ডেপুটির দায়িত্ব পালন করবেন।

এআরএস