ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৯:৫২ পিএম
ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

তুরস্কের পর এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে দেশটির উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া জাপানের সংবাদমাধ্যমগুলোতে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প সাধারণ ঘটনা।

এবি