ইরান ৮৩.৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৩:২৬ পিএম
ইরান ৮৩.৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে: জাতিসংঘ

জাতিসংঘের পর্যবেক্ষকরা  জানিয়েছেন, ইরান তার পারমাণবিক কেন্দ্রে ৮৩.৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

মঙ্গলবার ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক কেন্দ্রে পরিদর্শন শেষে এ কথা জানান তারা।

২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র ও ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের একটি চুক্তিতে পৌঁছায়।

চুক্তি মোতাবেক ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। শর্ত মেনে চলার বদলে সে সময় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

পরে ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

তবে হোয়াইট হাউস জো বাইডেনের দখলে আসার পর থেকেই পুরোনো ওই চুক্তিতে ফেরার কথা বলে আসছেন তিনি। এ লক্ষ্যে বিশ্বশক্তিগুলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চালিয়ে যাচ্ছে। ভিয়েনার ওই আলোচনায় পরোক্ষভাবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। সূত্র: আরব নিউজ ও এপি

এবি