রাশিয়ার সামরিক ব্লগার নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ১২:৫২ পিএম
রাশিয়ার সামরিক ব্লগার নিহত

রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের জন্য কারা দায়ী তা এখনো স্পষ্ট নয়। খবর সিএনএনের।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণের পর রাস্তায় আহতদের পড়ে থাকতে দেখা যায়।

ভ্লাদলেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অন্যতম সমর্থক ছিলেন। বিস্ফোরণের সময় তিনি ওই ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্ততা দিচ্ছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাতারস্কিকে উপহার বক্সে একটি ভাস্কর্য দেওয়া হয়। সেটার ভেতরে গোপনে বোমা রাখা ছিল।

বিস্ফোরণের পর টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে তাকে একটি ভাস্কর্য হস্তান্তরের দৃশ্য দেখা যায়।

আরএস