চীন সফরে পাকিস্তানের সেনাপ্রধান মুনির

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৬:২৭ পিএম
চীন সফরে পাকিস্তানের সেনাপ্রধান মুনির

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনির চারদিনের সফরে চীনে রয়েছেন। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক বৃদ্ধির জন্য চারদিনের জন্য চীন সফরে গেছেন সেনাপ্রধান।

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা জেনারেল মুনিরের চতুর্থ বিদেশ সফর। জানুয়ারিতে তিনি সরকারি সফরে যান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

সৌদি আরবে অবস্থানকালে সাক্ষাৎ করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। এ সময় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক রিভিউ করে এবং তা উন্নত করার পন্থা নিয়ে আলোচনা করে।

পরে তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনা হয় প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক নিয়ে। এর একমাস পরে জেনারেল মুনির বৃটেন সফরে যান।

এআরএস