এবার ট্রাম্পকে ৩৫৪ মিলিয়ন ডলার জরিমানা করল আদালত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১২:৪৯ পিএম
এবার ট্রাম্পকে ৩৫৪ মিলিয়ন ডলার জরিমানা করল আদালত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৫৪.৯ মিলিয়ন ডলার জরিমানা ধার্য করেছে নিউইয়র্কের একটি আদালত। সেই সাথে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্কের কোনো কোম্পানির পরিচালকের দায়িত্ব এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ থেকেও নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আনা মামলায় ট্রাম্পের বিরুদ্ধে এই আদেশ দেন বিচারপতি আর্থার এনগোরন।

এই মামলায় ট্রাম্প এবং তার পারিবারিক ব্যবসার বিরুদ্ধে এক দশক ধরে ব্যাংক থেকে ঋণ পেতে তার মোট সম্পদের মূল্যকে ৩.৬ বিলিয়ন ডলার বাড়িয়ে দেখানোর জন্য অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটিকে একজন নির্বাচিত ডেমোক্র্যাট জেমসের রাজনৈতিক প্রতিহিংসা বলেছেন তিনি। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে ট্রাম্প।

অন্যদিকে আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিআরইউ