ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী পরমাণু আলোচক বাঘেরি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৫:৫২ পিএম
ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী পরমাণু আলোচক বাঘেরি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি প্রাণ হারিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানও। প্রেসিডেন্ট রাইসির উত্তরসূরী হিসেবে এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরকে নির্বাচিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এবার জানা গেলো, ইরানের প্রভাবশালী আরেক নেতা পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ানের উত্তরসূরীর নামও।

আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে, ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। সোমবার (২০ মে) ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জহরমি টেলিভিশনের এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলী বাগেরি হচ্ছেন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক শীর্ষ সমঝোতাকারী।

রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি।

প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিরাপদে ফেরা হেলিকপ্টারে ছিলেন ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহনমন্ত্রী মেহরদাদ বজরপাশ।

সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। পুরো হেলিকপ্টার ভস্মীভূত হয়ে গেছে।

আরএস