রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইতোমধ্যে মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার বিষয়ে এখনও কিছু জানায়নি ইউক্রেন।
মঙ্গলবার (৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। তবে, ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর (ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি) অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কিছু ড্রোনের ধ্বংসাবশেষ মহাসড়কে পড়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়াও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেন গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে একটি চমকপ্রদ অভিযান চালিয়ে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে, রাশিয়া পরে দাবি করে যে তারা পুরো অঞ্চলটি পুনরুদ্ধার করেছে।
বিআরইউ