ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। গভীর রাতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে কাঁপিয়ে দিয়েছে তেলআবিব ও জেরুজালেম। বিস্ফোরণে নিহত হয়েছেন দুইজন, আহত অন্তত ৮০ জন।
এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তড়িঘড়ি করে আশ্রয় নেন একটি বাংকারে, যেখানে বসে তারা সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন। বিষয়টি নিশ্চিত করেছে, ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা, যিনি সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যমগুলো। ফার্স নিউজ জানিয়েছে, সেখানে অন্তত দুটি বোমা বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোরে ভার্দাভার্ড এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানবন্দর এলাকায় আগুন লেগে আছে এবং কালো ধোঁয়া আকাশে উড়ছে। এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগেই শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ওই হামলায় ৭৮ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা।
বিশ্লেষকরা বলছেন, এ হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সরাসরি এক পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র–সমর্থিত ইসরায়েল। এই উত্তেজনা পরিণতি টানতে পারে পুরো অঞ্চলজুড়ে।
বিআরইউ