ইরানের একাধিক শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। নিরাপত্তাহীনতায় শহর ছেড়ে যাচ্ছেন বহু বাসিন্দা।
ইরান এ ঘটনার জন্য তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছে—ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা না করার আহ্বান জানিয়ে।
“যত তাড়াতাড়ি সম্ভব আমি ইরান ছাড়তে চাই,” — বলছিলেন তেহরানের এক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী, টিকে।
বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে তিনি জানান, দিনরাত বিস্ফোরণের শব্দে তাদের এলাকা কেঁপে উঠছে। ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিজের অ্যাপার্টমেন্ট থেকেও বের হতে সাহস পাচ্ছেন না তিনি।
“রাত যতই গভীর হচ্ছে, বিস্ফোরণের শব্দ ততই তীব্র হয়ে উঠছে,” বলছিলেন টিকে।
পরিবার ও বন্ধুদের সঙ্গে বারবার যোগাযোগ করে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা নিরাপদ আছে কিনা। “সবাই একই কথা বলছে—ঘুমাতে পারছে না কেউ,” জানান তিনি।
চলমান সন্ত্রস্ত পরিস্থিতির মধ্যেও কলেজের পরীক্ষা সামনে রেখে মনোযোগ ধরে রাখার চেষ্টা করছেন টিকে। কিন্তু তা সম্ভব হয়ে উঠছে না।
“আমি অনেক বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু এখন তা কেমন যেন দূরের স্বপ্ন মনে হচ্ছে,” তিনি বলেন।
“আমি সত্যিই যত তাড়াতাড়ি সম্ভব ইরান ছেড়ে যেতে চাই। কিন্তু আমার কাছে যথেষ্ট অর্থ নেই।” — ভয়-আতঙ্কে জর্জরিত কণ্ঠে যোগ করেন টিকে।
আরএস