ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হামলার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বাসিন্দাদের সতর্ক করতে বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান জানায়।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে জানা যায়নি।
একই সময়ে ইসরায়েলও ইরানের রাজধানী তেহরানে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইএইচ