চলতি বছরেই প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ০২:০১ পিএম
চলতি বছরেই প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ

চলতি বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। আগস্ট মাসের মধ্যে এটি শেষ হওয়ার কথা রয়েছে। অক্টোবর থেকে উত্তীর্ণদের যোগদান শুরু হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়।

তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে, নিয়োগ প্রক্রিয়া আগস্টের মধ্যে শেষ হবে কি না বলতে পারছি না। কারণ, এটা সময়সাপেক্ষ। তারপরও আমরা আশা করছি এ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার।

তিনি বলেন, চলতি বছরের মধ্যে শিক্ষক নিয়োগের সব স্তরের কাজ শেষ করে নিয়োগ দেওয়া হবে। বুয়েটের মাধ্যমে ফলাফল তৈরির কাজ করা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
 
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুবছর পর তা শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ধাপে ধাপে ফলও প্রকাশ করা হয়েছে।

প্রথম ধাপের লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। এ ধাপের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১২ জুন।

দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৯ জুন এবং তৃতীয় ধাপের শুরু হয় ৩ জুলাই। সেপ্টেম্বরের মধ্যে সব জেলার মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নির্বাচিতদের যোগদান কার্যক্রম শুরু হবে।


আমারসংবাদ/টিএইচ