রাজধানীতে হত্যা ও ছিনতাই অপরাধে জড়িত সংঘবদ্ধ চক্র আটক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৫:৪২ পিএম
রাজধানীতে হত্যা ও ছিনতাই অপরাধে জড়িত সংঘবদ্ধ চক্র আটক

রাজধানীতে হত্যা, ছিনতাইসহ একাধিক অপরাধে জড়িত সংঘবদ্ধ চক্রকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১.৩০ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সকলেই পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে জানান তিনি। আটকরা হলেন খালেদ, টিপু, হাসান, জাহাঙ্গীর, মজিদ, শোভন।

ব্রিফিং হতে জানা যায় আটক চক্রটি রাজধানীর বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাইসহ, হত্যা অপরাধে জড়িত। এ চক্রটি অটোরিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে যেত। সেখান থেকে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিত। চক্রটির একাংশ অটোরিকশা ছিনতাই এবং অপর অংশ সেটি বিক্রি সংক্রান্ত কাজ করতো।

ইতিমধ্যে তারা ঢাকার আশিয়ান এবং পূর্বাচল সিটিতে দুইটি হত্যাকাণ্ড এবং ছিনতাই সংঘটিত করেছে বলেও জানা গেছে। অপরাধস্থল হতে দুইটি আলামত (পাথর, চাকু) সংগ্রহ করেছে পুলিশ।

আটকদের বিরুদ্ধে থানায় অন্য কোন মামলা আছে কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

টিএইচ