দুই বাংলার কবিদের মিলন মেলা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৯:১২ পিএম
দুই বাংলার কবিদের মিলন মেলা

দুই বাংলার শতাধিক কবির মিলন মেলার আয়োজন করেছে দুর্নিবার সাহিত্য পরিষদ। ‘মিলেছি মোরা গানে কবিতায়, দুর্নিবারের সাহিত্যের আড্ডায়’ এই স্লোগানে ভারত-বাংলাদেশের কবিদের নিয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

শনিবার রাজধানীর নয়াপল্টনে নোয়াখালী ক্লাব মিলনায়তনে কবি মহি উদ্দিন কচির সভাপতিত্বে ও সুব্রত রায়ের উপস্থাপনায় বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়।

২০২১ সালে করোনাকালীন সময়ে কবি নিলয় চৌধুরী ও কবি সিমলী চৌধুরীর উদ্যোগে অনলাইন ভিত্তিক কবিতার আড্ডা দিয়ে শুরু হয় দুর্নিবার সাহিত্য পরিষদের পথচলা। তারই ধারাবাহিকতায় দুই বাংলার কবিদের নিয়ে সরাসরি কবিতা আড্ডার আয়োজন হয় ঢাকায়। অনুষ্ঠানে আগত কবিগণ স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি গান, মুক্ত আলোচনা ও দেশি-বিদেশি কবিদের বিখ্যাত সব কবিতা পাঠ করেন। দুই বাংলার কবিদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিশিষ্টজনদের উপস্থিতিতে সৃষ্টি হয় দারুণ এক পরিবেশ।

কবি আড্ডায় বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি বলেন, কবিদের কাজ কবিতা লিখে যাওয়া। কে কি বললো তার দিকে কান দেওয়া যাবে না। কবি নজরুলের উদাহরণ দিতে গিয়ে বলেন, ভারতের সেই চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া নজরুল বাংলাদেশের জাতীয় কবি, শুয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। বিখ্যাত হওয়ার জন্যে একটা লাইন একটা কবিতাই যথেষ্ট। তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা তুলে ধরেন শ্রদ্ধার সাথে।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কবি ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, কবি অভিনেতা ও উপস্থাপক এবিএম সোহেল রশিদ, সহ-সভাপতি কবি কাটছেন রাখাইন, উপদেষ্টা রব্বানী সরকার, অজিত বনিক, কবি মোসলে উদ্দিন,  মুন্সী কবির হোসেন, ফারুক জাহাঙ্গীরসহ ও স্থানীয় অতিথিবৃন্দ।

স্থানীয় পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. ইকবাল হোসেন মিলন, রাজনীতিবিদ নুরুল মোরছালিন মাসরুর, রাজনীতিবিদ মহি উদ্দিন ভুলু, সমাজসেবক ও ব্যবসায়ী নুরে আরেফিন আবির, ব্যবসায়ী মো. জসিম উদ্দিন প্রমুখ।

এআরএস