বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ জুন, ট্রেনের ১ জুলাই

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ২২, ২০২২, ১০:১৭ এএম
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ জুন, ট্রেনের ১ জুলাই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট ২৪ জুন থেকে শুরু হবে। আর ট্রেনের টিকিট শুরু হবে আগামী ১ জুলাই থেকে। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ১০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান গণমাধ্যমকে বলেন, ২৪ জুন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যে কোনো দিনের টিকিট ক্রয় করা যাবে। সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসিন জানান, আগামী ১ জুলাই থেকে ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকি বিক্রি শুরু হবে। এবারও ৫০ শতাংশ কাউন্টারে আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। ১ জুলাই থেকে ৫ জুন পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। 

১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি হবে। এবারও কমলাপুর ছাড়াও রাজধানীর তেজগাঁও, বিমানবন্দর, বনানী ও গুলিস্তানের পুরানো রেলস্টেশনে একযোগে টিকিট বিক্রি হবে 

আমারসংবাদ/এআই