ওমরাহ পালনে গেলেন একসঙ্গে ৭ ভাই

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০১:১৯ এএম
ওমরাহ পালনে গেলেন একসঙ্গে ৭ ভাই

পবিত্র ওমরাহ পালনের লক্ষ্যে একসঙ্গে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার আপন ৭ ভাই। মঙ্গলবার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

তারা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা এলাকার মৃত আবেদ আলী মুন্সীর ছেলে ফজলুল হক (ভাঙন), ডা. আলমগীর পারভেজ, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম (চুনু), আনোয়ার হোসেন, আনজারুল ইসলাম ও রাসেল রানা।

সাত ছেলের একসঙ্গে ওমরাহ পালনে খুশি শত বছর বয়সী মা ফজিলা বেগম। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। এ আনন্দ বলে বোঝাতে পারব না। আমি বেঁচে থাকা অবস্থায় আমার ৭ ছেলে একসঙ্গে পবিত্র ওমরাহ করতে গেল। এজন্য এর চেয়ে খুশি আর কে হবে? তারা যেন ওমরাহ সম্পন্ন করে ভালোভাবে ফিরে আসে- এ জন্য দোয়া চাই সবার।

ওমরাহ পালনে সাত ভাই ১৭ দিন সৌদি আরবে অবস্থান করবেন। ওমরাহ পালনের পাশাপাশি তারা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় পবিত্র স্থানগুলো ঘুরে দেখবেন বলে জানান পরিবারের সদস্যরা।