অবৈধ ইটভাটা বন্ধে ডিসিদেরকে কঠোর নির্দেশ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৮:৪৫ পিএম
অবৈধ ইটভাটা বন্ধে ডিসিদেরকে কঠোর নির্দেশ

বায়ুদূষণ রোধে সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে বিশেষ অভিযান চালানোসহ দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে। দেশের সব জেলা প্রশাসককে (ডিসি)  
এ নির্দেশ  দেওয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অধিশাখা-১ থেকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া দেশের সব অবৈধ ও অধিক ক্ষতিকর ইটভাটা অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ এবং লাইসেন্স ছাড়াই নতুন করে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। যেখানে বৈধ ইটভাটার চেয়ে অবৈধ ইটভাটা বেশি, সেসব জেলার প্রশাসককে বিশেষ অভিযান পরিচালনা করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

এবি