সন্ত্রাসী হামলা নয়, গ্যাস থেকে গুলিস্তানে বিস্ফোরণ: পুলিশ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৫:২৪ পিএম
সন্ত্রাসী হামলা নয়, গ্যাস থেকে গুলিস্তানে বিস্ফোরণ: পুলিশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) বোমা নিস্ক্রিয়কারী ইউনিটের ইনচার্জ (এডিসি) রহমত উল্লাহ চৌধুরী বলেছেন, রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী হামলা নয়।

আজ বুধবার বিকেলে দেওয়া ব্যাখ্যায় গ্যাস থেকে বিস্ফোরণের ধারণার পক্ষে সম্ভাব্য ৫টি কারণ তুলে ধরেছে ডিএমপির সিটিটিসির বোমা নিস্ক্রিয়কারী ইউনিট। একইসঙ্গে সন্ত্রাসী হামলা না মনে হওয়ার চারটি কারণ উল্লেখ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‌‌‌‌‌‌গুলিস্তানের পার্শ্ববর্তী সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এআরএসএস