বায়ুদূষণে ১৫৯ স্কোর নিয়ে আজও দ্বিতীয় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৪, ২০২৩, ১১:৫৫ এএম
বায়ুদূষণে ১৫৯ স্কোর নিয়ে  আজও দ্বিতীয় স্থানে ঢাকা

আজও বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

একইসময়ে ১৬৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের শেনিয়াং। ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৪৯ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১১৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১১৫ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে মেক্সিকোর মেক্সিকো সিটি। ১১০ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। ১০৭ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের বেইজিং।

এর আগে, মঙ্গলবার (২ মে) সকাল ৮টার দিকে ১৬৪ স্কোর ও বুধবার (৩ মে) সকাল ৮টার দিকে ১৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

এইচআর