‘পদ্মা সেতুতে রেলের সুফল পাবে সারা দেশের মানুষ’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:২৫ পিএম
‘পদ্মা সেতুতে রেলের সুফল পাবে সারা দেশের মানুষ’

ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথে বৃহস্পতিবার প্রথম চলাচল করলো পরীক্ষামূলক ট্রেন। এ বিষয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, পদ্মা সেতুতে রেল যুক্ত হওয়ায় শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের মানুষ এর সুফল পাবে।

দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে। আমরা যেভাবে রেলের নেটওয়ার্ক সম্প্রসারিত করছি, এর সুফল দেশের মানুষ পাবে।  

বৃহস্পতিবার সকাল ১০টায় কমলাপুর রেল স্টেশনে পদ্মা সেতুতে চলাচলকারী পরীক্ষামূলক ট্রেনে ওঠার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারিখ দিয়েছেন ১০ অক্টোবর। ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধনের পর যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে। এর সুফল সারাদেশের মানুষ পাবে।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে যে অঙ্গীকারগুলো করেছেন সেগুলো একে একে বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতোমধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে।

পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসেবে ওঠেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়েল মহাপরিচালক মো. কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন প্রমুখ।

এইচআর