বিদ্যুৎ ও জ্বালানিখাতে বিপর্যয় রোধে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৮:০৫ পিএম
বিদ্যুৎ ও জ্বালানিখাতে বিপর্যয় রোধে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আসন্ন সাইবার আক্রমণের মুখে সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রবৃদ্ধি এখন অন্য যেকোন সময়ের তুলনায় অনেক বেশি এবং উচ্চ-প্রযুক্তিগত বৈশিষ্ট্যসম্পন্ন প্রযুক্তি। 

যেমন ডেটা সেন্টার, স্মার্ট মিটার এবং ঝঈঅউঅ-এর সাথে নতুন করে সাজানো হচ্ছে। সাইবার সিকিউরিটি বিষয়ক এক সেমিনারে বক্তারা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) কর্তৃক সাইবার নিরাপত্তা প্রস্তুতির উপর সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল প্রকাশ করতে হপলন লিমিটেড এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন হপলন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহসান হাবীব। তিনি সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব অনুধাবন করে প্রথম পদক্ষেপ নেয়ায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ধন্যবাদ জানান এবং এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। হপলন লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার শরিফুল ইসলাম এই গবেষণার ফলাফল এবং সুপারিশ উপস্থাপন করেন। যেখানে সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরী করে এমন বিষয়গুলোর তাত্ত্বিক বিশ্লেষণ এবং নিরাপত্তায় যে ফাঁক ফোকরগুলো রয়েছে তা বিশ্লেষণ করে দেখান এবং বিআরইবি-এর সাইবার সিকিউরিটি ক্ষমতার তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার অডিট পেশ করেন। 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার মুশফিকুর রহমান এবং সাইবার সিকিউরিটির একজন বিশেষজ্ঞ, সাইবার থ্রেটের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার ঝুঁকি, বিপদ এবং নজরদারির অভাব কিভাবে সাইবার আক্রমণের দিকে নিয়ে যেতে পারে তা বোঝাতে বিভিন্ন দেশের বিদ্যুৎ খাতে সাইবার হামলার সাম্প্রতিক উদাহরণ তুলে ধরেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা আকবর, সম্ভাব্য সাইবার হুমকির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য তথ্য প্রযুক্তিভিত্তিক সমাধান বা বিকাশের সময় নিরাপত্তা নির্ভর একটি সিস্টেম ডেভেলপমেন্টের উপর জোর দেন। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের জন্য একটি শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রতিরক্ষার ভূমিকা তুলে ধরেন। এছাড়াও আলমাস কবির জোর দিয়ে বলেন, সরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পগুলো হাতে নেয়ার সময় স্থানীয় দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করার ব্যাপারে অগ্রাধিকার দেয়া উচিত। 

পাওয়ার সেলের মহাপরিচালক এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ হোসেন সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তার উপর জোর দেন, একইসাথে চ্যালেঞ্জগুলি সম্পর্কেও কথা বলেন। উদাহরণস্বরূপ, পাওয়ার ডিভিশন তার ১৮ টি সংস্থার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করতে গিয়ে বিশাল খরচের সম্মুখীন হচ্ছে। দীপঙ্কর বিশ্বাস, বিআরইবির সদস্য-অর্থ, এই জ্ঞান ও তথ্য নির্ভর সেমিনার আয়োজনের জন্য হপলন লিমিটেডকে ধন্যবাদ জানান এবং বিআরইবির সাইবার নিরাপত্তাকে উন্নত করার জন্য কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বিআরইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুর রউফ মিয়া সময়ের সাথে সাথে বিআরইবির জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক সমাধানে নিরলস কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। 

পরিশেষে হপলন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুসেইন সামাদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আরএস