প্রধানমন্ত্রী

পঁচাত্তরের পর ক্ষমতা জনগণের হাতে নয়, ক্যান্টনমেন্টে বন্দি হয়

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১২:৫৮ পিএম
পঁচাত্তরের পর ক্ষমতা জনগণের হাতে নয়, ক্যান্টনমেন্টে বন্দি হয়

‘একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত: বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ‘পঁচাত্তরের পর ক্ষমতা জনগণের হাতে নয়, ক্যান্টনমেন্টে বন্দি হয়।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  তিনি এসব কথা বলেন। এসময় মহামান্য আদালতে বাংলায় রায় দেওয়া জরুরি এবং আদালত আরো স্মার্ট হবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন কমিশনও স্বাধীন করেছি।’

এছাড়া গতকাল (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে দু’দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্‌বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিআরইউ