সারাদেশে আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ১০:৫১ এএম
সারাদেশে আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

সারাদেশে ফের ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বয়ে যাওয়া মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফের এই হিট অ্যালার্ট জারি করল সংস্থাটি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৮ এপ্রিল) হতে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

এদিকে, আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, আজ রোববারও সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের শেষ দিকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে শুরু করতে পারে। 

আরএস