তথ্য প্রতিমন্ত্রী

কোটার বিষয়ে সিদ্ধান্ত নির্বাহী বিভাগের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৮:০৭ পিএম
কোটার বিষয়ে সিদ্ধান্ত নির্বাহী বিভাগের
ছবি : সংগৃহীত

কোটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় নির্বাহী বিভাগ থেকে, সংসদে আইন প্রণয়নের দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

শনিবার (১৩ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাস্তায় আন্দোলন করে হাইকোর্টের আদেশ পরিবর্তনের কোনো সুযোগ নেই।আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার দাবি পরিবর্তন করা হচ্ছে।’

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘আন্দোলনে কোনো দূরভিসন্ধি কাজ করতে পারে।’

সরকার ও আন্দোলনকারীদের দাবি অভিন্ন উল্লেখ করেন প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার পরিপত্র জারি করতে আইনি লড়াই করছে। আন্দোলনকারীদের সরলতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের ব্যবহার করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করছে।’

এ সময় আন্দোলনের নামে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি জানান তথ্য প্রতিমন্ত্রী।

আরএস