উপদেষ্টা খলিলুর রহমান

মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি করেনি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ০১:৩৫ পিএম
মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি করেনি

মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাংলাদেশ কোনো ধরনের ‘মানবিক করিডর’–সংক্রান্ত চুক্তিতে সই করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসন: চ্যালেঞ্জ ও কূটনৈতিক সমাধান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘মানবিক করিডর বিষয়ে এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা মাত্র।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমেরিকার হয়ে মিয়ানমারের আরাকান রাজ্যে প্রক্সি যুদ্ধ করছে’—এমন গুজব প্রতিবেশী কিছু দেশের গণমাধ্যমে ছড়ানো হচ্ছে। এটা বিভ্রান্তিকর ও অনভিপ্রেত।’

সেমিনারে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি তা করা হয়, বাংলাদেশ পরিণত হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ডে।’

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের মতো জটিল সংকটগুলো ইতিহাসে সাধারণত শান্তিপূর্ণভাবে নয়, বরং সংঘাতের মাধ্যমেই সমাধান হয়েছে।’ তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের উদাহরণ তুলে ধরে বলেন, ‘সংঘাত ও কূটনীতি—দুটিই ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

সেমিনারে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও কূটনৈতিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বিআরইউ