আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি ঈদের সাপ্তাহিক ও অন্যান্য ছুটির সঙ্গে মিলিয়ে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে চলবে ১৪ জুন (শনিবার) পর্যন্ত।
এত দিন ছুটি দেওয়ার বিনিময়ে ১৭ মে ও ২৪ মে, দুইটি শনিবার সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো থাকবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি গতকাল দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, তবে এর মধ্যে দুটি শনিবার অফিস খোলা থাকবে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার টানা ৯ দিনের ছুটি দিয়েছিল, যেখানে পাঁচ দিনের সরকারি ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়।
ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত, ঈদ উদ্যাপন ও গ্রামে ফেরা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিআরইউ