তথ্য ফাঁস হওয়ায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সেবা যাচাই প্রতিষ্ঠান (সার্ভিস পার্টনার) হিসেবে আনসার-ভিডিপি বাহিনী ও ব্র্যাক ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে সম্প্রতি পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে এনআইডির তথ্য ফাঁস হয়েছিল। ১০ ফেব্রুয়ারি ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন- একই কারণে স্বাস্থ্য অধিদপ্তর, এমএফএস প্ল্যাটফর্ম, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস-এর সেবা স্থগিত করা হয়েছিল। সব মিলিয়ে সাতটি প্রতিষ্ঠানের যাচাই সেবা বন্ধ করা হলো।
হুমায়ুন কবীর বলেন, ‘কমিশন আপনাদের, আমাদের, সবার। আমরা সবাই নিরাপদ থাকব। নিরাপদ রাখার স্বার্থে যখন আমরা যাচাই প্রতিষ্ঠান হিসেবে তথ্য সেবা ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি- এ দুটো জায়গা থেকে লিক হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি।’
তিনি বলেন, এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে। যারা জড়িত বলে প্রতীয়মান হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো মূল্যে দেশের নাগরিকের তথ্য যা ইসিতে সংরক্ষিত তা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।
জানা গেছে, নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার থেকে সরকারি-বেসরকারি ১৮৬টি প্রতিষ্ঠান নাগরিকের তথ্য যাচাই সেবা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে পৃথক লিংকের মাধ্যমে এ সেবাটি দেওয়া হয়। সেবাগ্রহীতা প্রতিষ্ঠান নাগরিকের এনআইডি নম্বর দিলে কমিশন এনআইডিতে প্রদর্শিত তথ্যগুলো দিয়ে থাকে। তবে এভাবে আর ঢালাও তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আরএস