শ্রম বাজার নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিলো মালয়েশিয়া

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৪:২১ পিএম
শ্রম বাজার নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিলো মালয়েশিয়া

বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে প্রায় ১২ লাখ কর্মী নেওয়ার আগ্রহ জানিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর—২০ হাজারেরও বেশি শ্রমিক যেতে পারবেন বিনা খরচে।

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয় দেশটি। বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সভায় মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম। তিনি বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। একটি ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। আগামী ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।’

বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সারওয়ার আলম।

বৈঠকে বিদেশি কর্মীদের কল্যাণ ও ব্যবস্থাপনার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি নিরাপদ, ন্যায্য ও মানবিক কর্মসংস্থান কাঠামো নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় দুই দেশ।

উভয় পক্ষই শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের অভিবাসন খাতে বড় রকমের সাফল্য আসবে, এবং বৈদেশিক আয় আরও বাড়বে।’

বিআরইউ