জ্যৈষ্ঠের প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা এখনো বিরাজ করছে ৩৯ ডিগ্রির ঘরে। এই অবস্থায় রাতের মধ্যেই দেশের ১৫ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় ঢাকাসহ ১৪ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ মে) রাত ১টার মধ্যে ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বা এর চেয়েও বেশি গতিবেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় ঢাকাসহ ১৪ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে বেশকিছু পদক্ষেপ নেয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টায় ঢাকা ছাড়াও গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই সময়ে ১০টি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এগুলো হলো-
১) বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২) জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩) সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪) নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫) গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬) কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭) বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮) জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯) বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০) শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
আরএস