নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, “পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, যা আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হয়। দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি নিষিদ্ধ দলের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, “পেশাগত দিক, পোশাক, ব্যবহার ও সেবায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে হবে।”
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট কেন্দ্র করে ছিনতাই, চাঁদাবাজি ও জাল নোট প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার করার নির্দেশ দেন তিনি। “পশুর হাটে কোনোভাবে অপরাধ সংগঠিত হতে দেওয়া যাবে না,” যোগ করেন কমিশনার।
অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি থানায় আলাদা টিম গঠন করে তদন্ত কার্যক্রম, মাদকবিরোধী অভিযান ও চোরাই মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি।
সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এপ্রিল মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন, যেখানে ডাকাতি, দস্যুতা, খুন, চুরি, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও থানা পুলিশকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার, ফারুক আহমেদ, এস এন মো. নজরুল ইসলাম, মো. মাসুদ করিম, হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
ইএইচ