ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় সরাসরি জড়িত থাকার কথা জানিয়ে দু’জন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর অভিযোগপত্র তৈরির কাজ করছে ডিবি।
ডিবি সূত্রে জানা গেছে, এতে অভিযুক্ত করা হচ্ছে মাদক কারবারী কবুতর রাব্বিসহ ৮ জনকে। আলামত হিসেবে উল্লেখ করা হচ্ছে ড্রেজার গান ও সুইচ গিয়ারসহ হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্রের কথা।
চলতি মাসেই আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, তদন্তে যা যা পাওয়া গেছে সব তথ্যই অভিযোগপত্রে দেওয়া হবে। নিরাপরাধ কেউ যেন মামলার আসামি না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
ইএইচ