রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল ৩টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে দুপুর ২টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে যানজটের কারণে পৌঁছাতে দেরি হয়। পরবর্তীতে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জেএইচআর