ক্ষমা পেয়েছি শুনেছি, তবে চিঠি আনতে যাইনি: ডা. মুরাদ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৩:১৮ পিএম
ক্ষমা পেয়েছি শুনেছি, তবে চিঠি আনতে যাইনি: ডা. মুরাদ

অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই অব্যাহতি পদ প্রত্যাহার করে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. মুরাদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা জানান।

আওয়ামী লীগ অনেকেই ক্ষমা করেছেন, আপনি ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন কিনা ?  এমন প্রশ্নের জবাবে তিনি আমার সংবাদকে বলেন আমি আবেদন করেছিলাম। আমাকে ক্ষমা করে দিয়েছে জানতে পেরেছি। কিন্তু এখনো চিঠি আনতে যাইনি।

উ্ল্লেখ্য, বিতর্কিত কথা বলা সহ নানাকর্মকান্ডে সমালোচিত হওয়ার পর মন্ত্রীত্ব হারান ডাঃ মুরাদ। এরপর তাকে জেলা আওয়ামীলীগের পদ থেকেও অব্যবহিত দেয়া হয়। এর পর থেকেই তিনি কিছুটা আত্মগোপনে ছিলো। আজ হঠাৎ করেই তিনি আওয়ামী লীগের কার্যালয়ে এলেন।

এবি