বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৩:২৪ পিএম
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার সকালে রাজধানীর নয়া পল্টনে এক ঘণ্টার মানববন্ধন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আগামী ১৮ মার্চ শনিবার সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সারা দেশের সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালীর সামনে। সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে পরবর্তী সংসদ নির্বাচনের দাবিতে আন্দো যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে।

এআরএস