ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৫, ০১:৪৯ পিএম
ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি

রাষ্ট্রীয় কাঠামোতে মৌলিক সংস্কারের দাবিতে একটি সুস্পষ্ট রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

মঙ্গলবার (৬ মে) দলের সদস্য সচিব আখতার হোসেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে সংস্কারপত্রটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

সংলাপে অংশ নিয়ে আখতার হোসেন বলেন, ‘আমরা যে মৌলিক সংস্কারের কথা বলছি, তা আসনভিত্তিক দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বা কেবল সংবিধান সংশোধনের বিষয় নয়। এটি মূলত ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠার প্রশ্ন।’

তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দলীয় নিয়োগ, বিচারব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ, আর প্রশাসনে দলকেন্দ্রিকীকরণ—এসব ফ্যাসিবাদী ও স্বৈরাচারী উপাদানই দেশের গণতান্ত্রিক বিকাশের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এগুলো দূর করেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এনসিপি মনে করে, সংবিধান ও রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী উপাদান অপসারণ করে একটি অংশগ্রহণমূলক, ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। 

আখতার হোসেন বলেন, ‘গত ৫৩ বছরে যে শাসন কাঠামো বাংলাদেশে গড়ে উঠেছে, তাতে জনগণ বারবার নিপীড়নের শিকার হয়েছে। সেই কাঠামোর পরিবর্তনেই আমাদের এই প্রস্তাব।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সেই আত্মত্যাগ যেন গণতন্ত্রে রূপান্তরের সোপান হয়—এটাই আমাদের চাওয়া।’

সংলাপে এনসিপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সংলাপে সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন, কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আরও উপস্থিত ছিলেন— সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

বিআরইউ