ঢাবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৪:৩৭ পিএম
ঢাবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।

সমাবেশে বক্তারা শান্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ও সংগঠককে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা রাষ্ট্রীয় সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

বক্তারা আরও বলেন, "শান্ত শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ছাত্র। তার হত্যার বিচার না হলে দেশের শিক্ষাঙ্গন ও গণতন্ত্র আরও হুমকির মুখে পড়বে।"

ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

ইএইচ