গোলাম পরওয়ার

আ.লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৬:৫৯ পিএম
আ.লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে

আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে জুলাই ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার জন্য নতুন নতুন তত্ত্ব আসছে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য নানান ফিলোসোফির মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক দরজা ওপেন করার চক্রান্ত চলছে। এ দেশের মানুষকে ব্যবহার করে, কোনও রাজনৈতিক দলকে ব্যবহার করে এটা হচ্ছে। 

তিনি বলেন, সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে কথা বলবে, এর মানে এই না—সেই দল নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়। যখন আলোচনার কোনও বিষয় আসবে, তখন বিতর্ক হতে পারে, নতুন যুক্তি আসতে পারে।

জামায়াতের এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন বিদায় নিয়েছে, হাসিনা চলে গেছে। এখানে আত্মতৃপ্তি, স্বস্তির কিছু নেই। ব্যক্তি হাসিনা চলে গেলেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, বিচার বিভাগে, পুলিশে, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। ফলে একজন ফ্যাসিস্ট গেলেও দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়নি। ফ্যাসিবাদের আদর্শ যারা লালন করে, তারা কিন্তু এখনও দেশে আছে। নতুন বাংলাদেশ নির্মাণের পথে তারা সবচেয়ে বড় অন্তরায়।

ইএইচ